নড়াইল : নড়াইলের লোহাগড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আজম মীর (২১) নামে এক যুবক স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতী থানার তেলগাতী গ্রামের হাশেম আলী মীরের ছেলে আজম মীরের (২১) সাথে লোহাগড়া উপজেলার বেলটিয়া গ্রামের মিঠু মোল্লার মেয়ে শামীমা খানমের (১৯) এক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যজীবন সুখের ছিল না। গত মঙ্গলবার শবে বরাত উপলক্ষে আজম মীর শ্বশুরবাড়ি বেলটিয়া বেড়াতে যান। বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর বৃহস্পতিবার রাত তিনটার দিকে আজম মীর স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানার এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরেদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ইনসপেক্টর (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।