সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক টর্নেডোর কবলে পড়ে নিখোঁজ জেলে মো. কুদ্দুস গাজীর (৪৫) মরদেহের সন্ধান মিলেছে। শুক্রবার সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের কালিন্দী নদীর ভারতীয় সীমান্তের একটি চরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কুদ্দুস গাজী পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নদীতে মাছ ধরার সময় হঠাৎ টর্নেডোর কবলে পড়ে নিখোঁজ হন জেলে কুদ্দুস। কোস্টগার্ড, নৌবাহিনী ও বিজিবি উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকালে ভাটার সময় কুদ্দুসের মরদেহ কালিন্দী নদীর ভারতীয় অংশের চরে পড়ে থাকতে দেখা যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৈখালী ক্যাম্পের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিএসএফ নদীর চরে পড়ে থাকা একটি মরদেহের ছবি আমাদের পাঠিয়েছে। সেটি যাচাই বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।