আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম।
স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্নকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফিল্ড অফিসার শাহীনুর ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজেন্দ্র নাথ স্বর্ণকার ও শিক্ষার্থী মেঘা সরকার।
‘আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ আলোচনা করেন।