আর্ন্তজাতিকঃ শ্রীলংকায় এখন পর্যন্ত দুইশো জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গিয়েছেন কয়েকজন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তাদের লাশ কি করা হবে সে বিষয়ে এতদিন দ্বিধায় ছিলো শ্রীলংকা সরকার। তবে আজ এক সরকারি আদেশে করোনায় মৃতদের লাশ পুড়িয়ে ফেলা বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার!
কিছুদিন আগে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক মুসলিম মারা যাওয়ার পর পরিবারের অনুরোধ উপেক্ষা করে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। যা নিয়ে পরবর্তিতে বিতর্ক সৃষ্টি হয়।
তবে শ্রীলংকা সরকার বলছে, লাশ থেকে যেনো ভাইরাস ছড়াতে না পারে তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইউরোপ আমেরিকসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই লাশ মাটিতে সমাহিত করা হচ্ছে।
শ্রীলংকা সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছে।