শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বটিয়াঘাটায় বর্নাঢ্য শোভাযাত্রা

প্রকাশঃ ২০২২-০৮-১৯ - ২০:৫৯

বটিয়াঘাটা প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বটিয়াঘাটায় এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা বাজার নাট মন্দির ও ছিলিন্দামারী জগতমাতা মন্দির উদযাপন কমিটি শোভা যাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এম পি। অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সিঃ সহ- সভাপতি প্রতাপ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যুবলীগনেতা অনুপম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলীগনেতা বিবেক বিশ্বাস, আলীগনেতা ব্যবসায়ী চয়ন বিশ্বাস,হিন্দু বৌদ্ধ – খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আলীগনেতা অধ্যাঃ মনোরন্জন মন্ডল,খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার চন্দনা বিশ্বাস,হরিগুরুচাঁদ ট্রাষ্টের সভাপতি অধ্যাঃ পঞ্চানন মন্ডল,অধ্যাঃ দীপক কুমার মজুমদার,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল,এপিপি এ্যাডঃসন্জয় পাল,ব্যাংক কর্মকর্তা শ্রী কুমার রায়,চিত্রা বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা শেখরেন্দু বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা প্রকাশ রায়, অবঃপ্রকৌশলী মনিন্দ্র নাথ হাওলাদার, বিভাগীয় প্রানীসম্পদ কর্মকর্তা’র প্রধান সহকারী বিধান ঘোষ,জেলা জজ আদালতের স্টাফ বঙ্কিম রায়,অবঃওয়ারেন্ট অফিসার প্রশান্ত মল্লিক,ডাঃ শচীন্দ্র নাথ শীল, শিক্ষক ত্রিবেনী মন্ডল,শিক্ষক তরুন কান্তি রায়,শিক্ষক অনিমা রায়, শিক্ষক লক্ষণ রায়,শিক্ষক কাকলি মল্লিক,শিক্ষক নিভা রায়, শিক্ষক গঙ্গাচরন বিশ্বাস,শিক্ষক নর নারায়ন রায়,শিক্ষক ধর্মদাস মল্লিক,রানার্স গ্রুপের উপদেষ্টা প্রসূন রায়,সভাপতি প্রদীপ হীরা,সাধারন সম্পাদক নৃপেন বিশ্বাস, আলীগনেতা অলোক মল্লিক,বেতার শিল্পী মনিষা মন্ডল,ব্যবসায়ী বিধান মল্লিক,ব্যবসায়ী দেব প্রসাদ রায়,ব্যবসায়ী শান্তনু মন্ডল ছুটুল,ব্যবসায়ী সুখদেব সাহা,ব্যব্যবসায়ী গৌরাঙ্গ সাহা,ব্যবসায়ী উজ্জ্বল দত্ত,ব্যবসায়ী দ্বিগবিজয় বিশ্বাস,রত্না রানী ঘোষ,ব্যবসায়ী মিল্টন সাহা,ব্যবসায়ী কার্তিক রায়,যুবলীগনেতা সাধন বিশ্বাস ইন্দ্রজিৎ রায়,পৌরহিত বৃতি সুন্দর চক্রবর্ত্তী,বাঁধন রায়,অরিত্র ঘোষ,প্রজ্ঞা মন্ডল, শ্রীজা ঘোষ,অর্ক সরদার,ধৈর্য্য মন্ডল,সূর্য্য মন্ডল প্রমূখ। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধানসড়কসমূহ প্রদক্ষিণ করে।বিকালে নাট মন্দির প্রাঙ্গনে ভাগবত পাঠ করা হয়।এছাড়াও উপজেলার চক্রাখালি গৌড়িয় গৌর নিতাই সেবাশ্রম, সাচিবুনিয়া মন্দির, লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের আয়োজনে অনুরুপ বর্নাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।