সকলে সহযোগীতা করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো: বাগেরহাট জেলা পুলিশ সুপার 

প্রকাশঃ ২০২১-০৯-১০ - ০১:৩২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আরিফুল হক বলেছেন, আপনারা সকলে মিলে সহযোগীতা করলে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আমরা নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো৷ বিভ্রান্তি ছড়ায় এমন কোন তথ্য কেউ প্রচার করবেন না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল ৫টায় রামপাল উপজেলার ফয়লাহাট পুলিশ ক্যাম্প চত্বরে উজলকুড় ইউনিয়ন বীট পুলিশিংয়ের আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, মূল ক্ষমতা আপনাদের জনগণের হাতে। আপনাদের ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই। এ সময় তিনি প্রার্থীদের আইন মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে অনুরোধ জানান।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এএসপি সার্কেল (রামপাল-মোংলা) মোঃ আসিফ ইকবাল, রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জাকারিয়া হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, ফয়লাহাট ক্যাম্প আইসি এসআই কবীর হোসেন ৷ এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।