ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সদ্য জাতীয়করণকৃত ফুলতলা মহিলা কলেজের পক্ষ থেকে সোমবার অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম’র নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ ও সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের রূহের মাগফেরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্যা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, সহকারি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, উল্লাসিনী সরকার, শওকত হোসেন, আনিস জামান বাকি, প্রভাষক অলিপ কুমার বিশ্বাস, হাবিবুর রহমান, গৌতম কুমার কুন্ডু, জাহাঙ্গীর আলম, আবুল বাশার মোল্যা, রেজোয়ান রাজা, গাজী মোহাম্মদ এনামুল হক ফারুক প্রমুখ।