সন্ত্রাসী হামলায় দাকোপে পুত্রসহ বীরমুক্তিযোদ্ধা রক্তাত্বজখম

প্রকাশঃ ২০২১-০১-২৩ - ২১:৩৮

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপে সন্ত্রাসী হামলার শিকার হয়ে পুত্রসহ বীর মুক্তিযোদ্ধা রক্তাত্বজখম হয়ে হাসপাতালে। এ ঘটনায় জড়িত ৫ জনকে আসামী দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার ও বাদীর বর্ণনায় জানা যায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের অধীন ধোপাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল (৭৫) এর সাথে সম্পত্তি নিয়ে তারই ভাতিজা প্রকাশ মন্ডল গংদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ২০ জানুয়ারী বিকালে এনজিও এসডিএফের অর্থায়নে মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডলের বাড়ী যাতায়াতের রাস্তা নির্মানের সময় তুচ্ছ ঘটনা নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী প্রকাশ মন্ডল অপর সহযোগীদের নিয়ে কালীপদ মন্ডলের পুত্র পরিমল মন্ডলের উপর হামলা চালায়। পুত্রকে রক্ষা করতে এগিয়ে আসলে তারা বীর মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডলকেও কুপিয়ে জখম করে। ঘটনার প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে কালীপদ মন্ডলের মাথায় ৫ টি এবং পরিমলের মাথায় ১৩ টি সেলায় লেগেছে। এ ঘটনায় কালীপদ মন্ডল বাদী হয়ে অভিযুক্ত প্রকাশ, বিকাশসহ ৫ জনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে।