ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদসহ সকল অনিয়মের বিরুদ্ধে পুলিশকে কঠোর ভুমিকা পালন করতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে সাধারণ মানুষের মাঝে পুলিশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
রোববার বেলা ১১টায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ফুলতলা থানা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওসি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও আহমেদ জিয়াউর রহমান, আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী। ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার দত্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, রবিউল ইসলাম মন্টু, হাজী আশরাফ, এসআই আব্দুল আলীম, এসআই তাপস কুমার দত্ত, এসআই মাহমুদ হাসান, এসআই আবু জাফর, এসআই রতনুজ্জামান, শাহিদুল মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু প্রমুখ। পরে এক র্যালী ফুলতলা বাজার প্রদক্ষিণ করে। দুপুরে এমপি নারায়ণ চন্দ্র চন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ইউএনও আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রশান্ত রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রমুখ। দুপুর ২টায় এমপি নারায়ণ চন্দ্র চন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দামোদর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে ও বিকালে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলী আজম মোহনের সভাপতিত্বে এবং সন্ধ্যায় জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিএম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ঘোষ, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহাবাজ মোল্যা, মনিরুল ইসলাম সরদার, দলীল উদ্দিন মোল্যা, রেক্সনা আজম প্রমুখ।