ঢাকা অফিস : বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সবগুলো চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করবে, এমন সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকো।
বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সভা শেষে জানানো হয়, বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেল একসাথে পে চ্যানেল হিসেবে কাজ করার ব্যাপারে চেষ্টা চলছে।
তবে সঠিক টিআরপি রেটিং এর ক্ষেত্রে কোন কোম্পানীর সাথে কাজ করা হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন টেলিভিশনের মালিক ও তাদের প্রতিনিধিরা।