সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৩:১৬

বিজ্ঞপ্তি : ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সংবাদপত্র পরিষদ, বিএফইউজে, খুলনা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বেসরকারী উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, টিভি রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক মীর মনির হোসেন, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, একাত্তর টিভির খুলনা প্রতিনিধি রকিব উদ্দিন পান্নু, নাগরিক নেতা এড. বাবুল হাওলাদার, নিরাপদ সড়ক চাই মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, ডিবিসি টেলিভিশনের খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, যমুনা টেলিভিশনের খুলনা প্রতিনিধি প্রবীর বিশ^াস ও গাজী টিভির খুলনা প্রতিনিধি লিয়াকত হোসেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি করা বন্ধসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সময় টেলিভিশনের খুলনা রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল, তানজীম আহমেদ, দৈনিক প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান, দৈনিক সমকালের হাসান হিমালয়, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান মো: একরামুল কবির, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান হাসান জনি, দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক এমএন আলী শিপলু, ঢাকা পোস্টের মোহাম্মদ মিলন, হাসানুর রহমান তানজির, রিতা রানী, দেবব্রত রায়, নাজমুল হক পাপ্পু, সাগর সরকার, হেলাল মোল্লা, শাহ মামুনুর রহমান তুহিন, জাকারিয়া হোসেন তুষার, হাসান আল মামুন, আবু সাঈদ, আবুল বাশার, এসএম মিলন, রফিক আলী,রাজু সাহা (বিপ্লব), আরিফুর রহমান সোহেল, জিএম দুলাল, মেহেদী হাসান পলাশ, এনামুল কবির, জিকু আলম, সুমন, পিন্টু সিকদার, আল-আমিন সিকদার, জহিরুল ইসলাম, পিংকি জাহানারা, রিয়াদ হোসেন, জারিন ফাতিমা, কল্পনা রায়, মফিজুর রহমান জয়, মো: সালাউদ্দিন, আরাফাত মীম প্রমুখ।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।