বিজ্ঞপ্তি : সরকারি সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল গত মঙ্গলবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌ-বাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌ-প্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌ-প্রধান চীনের প্রতিরক্ষা মন্ত্রী, পিএলএ নৌবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ নৌ-কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি চীনের নেভাল লজিষ্টিক একাডেমি এবং চীনের নৌ-বাহিনী যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। নৌ-প্রধানের এ সফর দুই দেশের নৌ-বাহিনীর বিদ্যমান পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সুম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়। সফর শেষে নৌ-প্রধান আগামী ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন।