দাকোপ প্রতিনিধি : বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে পৌছাতে হলে আমাদের মেধাবী শিক্ষিত মাদকমুক্ত জাতি গড়ে তুলতে হবে। আমাদের যুব সমাজকে আগামীদিনের সম্পদ হিসেবে গড়ে তুলতে যে কোন মুল্যে তাদেরকে মাদক থেকে দুরে রাখতে হবে।
সোমবার বেলা ১১ টায় দাকোপে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ কথা বলেন। তিনি আরো বলেন পরিবারের মাদকসেবী একজন সদস্য কেবল সেই পরিবারকে ধ্বংস করেনা। তার কারনে সেই পরিবার সমাজ ধ্বংসের মুখে চলে যায়। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ কুফল তুলে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে মাদকমুক্ত করতে হবে। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ বিন কালাম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলি, গ্রাম পুলিশ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল।