খুলনা: সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার বেলা ১১টায় নগরীর খালিশপুরে ১২নং ওয়ার্ডের ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাহে রমজান উপলক্ষে খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, বর্তমান সরকার যে কোন সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা সংক্রমণকালে কর্মহীন পরিবারের মাঝে ব্যাপকভাবে খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৈশ্বিক এ সংকটের প্রভাব এখনো বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন, মাহে রমজান আমাদের নিকট সমাগত। পবিত্র এ মাসকে কেন্দ্র করে সরকার স্বল্প আয়ের পরিবারের নিকট সুলভে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি সুবিধাসমূহ মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে দায়িত্বশীল সকলের প্রতি তিনি আহবান জানান।
প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ ৮নং ওয়ার্ড অফিস কমিউনিটি সেন্টারে ওয়ার্ডের কিশোর-কিশোরী ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ইউনিসেফ-এর সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের এক্সিলারেশন প্রটেকশন ফর চিলড্রেন প্রকল্পের আওতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ দেশে নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে। পুরুষ শাসিত সমাজে এক সময় নারীরা অবহেলিত ছিল। তারা আজ নিজের পায়ে দাঁড়াতে পারছে। তিনি বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। তারাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। সে কারণে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথমে মাতা-পিতাকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া শিক্ষকসহ নাগরিক সমাজেরও দায়িত্বশীল হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর-খুলনার উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর ডালিম হাওলাদার, কাজী তালাত হোসেন কাউট ও ইউনিসেফ-খুলনা অফিসের ইনচার্জ এস এম নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে প্রকল্পের পিপিসি মো: মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাবলু, সমীর কুমার সরকার, সিডিসি নেত্রী হাজেরা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ১৭টি ওয়ার্ডে ২০টি শিশু ও কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে।