দাকোপ প্রতিনিধি : বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের নবনির্বচীত চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু দাকোপে সহকারী পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ সুপার মোঃ রাশেদ হাসানের সাথে তার কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাত সুরখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নবনির্বাচীত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু। এ সময় তিনি নির্বাচনকালীন আইনশৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রেখে স্বচ্ছ ভোটে সহায়তা করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, চেয়ারম্যানের স্বজন ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।