সাংবাদিকদের সাথে যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশঃ ২০২৩-০১-২৩ - ১৬:১০

কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের যুবলীগে স্থান নেই। মঞ্চে ঘোষণা করা হবে জেলা ও মহানগর যুবলীগের সর্বোচ্চ পদের নেতাদের নাম। ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মী ছাড়াও লক্ষাধিক লোককের সমাগম ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। রোববার দুপুরে প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুবলীগ এখন মানবিক যুবলীগ। যুবলীগ মানুষের কল্যাণে কাজ করছে। করোনা সংক্রমনের সময় জনগণের পাশে দাঁড়িয়েছি। বাড়িতে খাবার, ওষুধ, অক্সিজেন পৌঁছে দিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের পাশে ছিলেন এই যুবলীগ।

যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র কৃষকদের জমির ধান কর্তন করে সহযোগিতা করেছেন।

মহানগর ও জেলা যুবলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক আইনজীবী ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামাম জামাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম আই আহম্মেদ সোহাগ, কেন্দ্রীয় সদস্য জি এম গাফফার হোসেনসহ কেন্দ্রীয় ও খুলনা জেলা এবং মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নগর ও জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ছেয়ে গেছে নানা রঙের পোস্টার ও প্যানায় নগর ও জেলার বিভিন্ন স্থান। আগামী মঙ্গলবার নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের পক্ষে মতবিনিময় করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, সাংবাদিক আবু তৈয়ব, বাবুল আক্তার, আসাদুজ্জামান রিয়াজ, নূর ইসলাম রকি প্রমুখ।

সমাবেশে উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ বক্তা থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আইনজীবী ড. শামীম আল সাইফুল সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাবু।

সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি মো: কামরুজ্জামান জামাল এবং সঞ্চালনায় থাকবেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।