সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

প্রকাশঃ ২০২৩-০২-১৯ - ১৪:৪৯

খুলনা : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে’র পিতা দেবতোষ দে (৮২) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। গোপালগঞ্জের কোটালীপাড়া পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত দেবতোষ দে ফুসফুস ইনফেকশন, সোডিয়াম স্বল্পতাসহ বার্ধক্যজণিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে কোটালীপাড়ায় নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মরদেহ নিজ গ্রামের বাড়ি কোটালিয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন জানান। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর পিঞ্জরি গ্রামের মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

কৌশিক দে’র পিতা দেবোতোষ দে’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সাংবাদিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন।

॥ খুলনা প্রেসক্লাব ॥

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

॥ কেআরইউ ॥

খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ) এর আহবায়ক গৌরাঙ্গ নন্দী ও সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু, নির্বাহী সদস্য এনামুল হক, মোহাম্মদ নুরুজ্জামান, আমীরুল ইসলাম, সুমন্ত চক্রবর্তী রকিবুল ইসলাম মতি, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দসহ সকল সদস্য।

॥ বিএফইউজে ॥

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম-মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী পরিষদ সদস্য মো: হুমায়ুন কবীর।

॥ কেইউজে ॥

বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

॥ কেসিআরএ ॥

বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।

॥ র্কমরত চিত্র সাংবাদিক ॥

নেয়ামুল হোসেন কচি-সময় টেলিভিশন, আবু সাঈদ-এটিএন বাংলা, শাহজালাল মোল্লা মিলন-মাছরাঙ্গা টেলিভিশন, হাসান আল মামুন-ডিভিসি টেলিভিশন, আরিফ বিল্লাহ-বাংলাভিশন, জাকারিয়া আহমেদ তুষার-চ্যানেল ২৪, মেহেদী হাসান পলাশ-দেশ টেলিভিশন, মোহাম্মদ রফিক আলী-নিউজ২৪, মফিজুল ইসলাম সুমন-মোহনা টেলিভিশন, আরিফুল রহমান সোহেল-৭১ টেলিভিশন, মোহাম্মদ জালাল-বাংলা টিভি, জিএম দুলাল-আর টিভি, বিপ্লব-বিটিভি, মোহাম্মদ রাজু-মাই টিভি, শেখ মোহাম্মদ রাসেল-গাজী টিভি।

॥ বিএনপি ॥

তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। এরআগে মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে যান মহানগর আহবায়ক এড. শফিকুল ইসলাম মনা। এসময় তার সাথে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, মিজানুর রহমান মিলটন, জাফরী নেওয়াজ চন্দন। বিবৃতিদাতারা প্রয়াত প্রধান শিক্ষক দেবতোষ দে’র বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

॥ মহানগর যুবলীগ ॥

বিবৃতিদাতারা হলেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

॥ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ॥

মহানগর সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলসহ নেতৃবৃন্দ।

॥ ওয়াকার্স পার্টি ॥

বিবৃতি প্রদান করেছেন জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি যথাক্রমে কমরেড এড. মিনা মিজানুর রহমান ও কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড এস এম ফারুখ-উল ইসলাম এবং জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আ: হামিদ মোড়ল, কমরেড মো: আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, নারীমুক্তি সংসদ ও বাংলাদেশ গণশিল্পী সংস্থা।