সাংবাদিক ছাব্বিরকে ইউপি চেয়ারম্যান মিহিরের হত্যার হুমকি

প্রকাশঃ ২০২১-০৪-০৪ - ১৭:৪৭

খুলনা অফিস : দাকোপে সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল প্রকাশ্যে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ছাব্বির দাকোপ থানায় সাধারণ ডায়েরীর আবেদন করেছে। দাকোপ প্রেসক্লাব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের শাস্থি দাবী করে বিবৃতি দিয়েছে।
শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে দৈনিক দেশ সংযোগ ও আমাদের সময়ের দাকোপ প্রতিনিধি আজগর হোসেন ছাব্বির চালনা ডাকবাংলার মোড়ে জনৈক দিলীপের হোটেলে বসে ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের সাথে কথা বলছিল। এ সময় সহযোগীদের নিয়ে কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান অর্ধশত মামলার আসামী মিহির মন্ডল সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক ছাব্বিরের উপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজসহ মারতে উদ্যত হলে উপস্থিত জনতা তাকে নিবৃত করে। এ সময় মিহির মন্ডল প্রকাশ্যে সাংবাদিক ছাব্বিরকে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। উল্লেখ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক ছাব্বির দাকোপের ৯ টি ইউনিয়ন নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচার করে। যেখানে কৈলাশগঞ্জের বিভিন্ন ব্যক্তি মিহিরের নানা অনিয়ম দূর্ণীতি ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দেয়। সেই সংবাদ প্রচার হওয়ায় ঘটনার পর থেকে মিহির সাংবাদিক ছাব্বিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ছাব্বির দাকোপ থানায় সাধারন ডায়েরীর আবেদন করেছে। এ দিকে দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল তাকে অকথ্য ভাষায় গালি গালাজ মারপিটের চেষ্টা ও প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেওয়ায় দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুমারেশে বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি.এম আজম, নির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জি.এম রেজা, স্বপন কুমার রায়, গোবিন্দ বিশ্বাস, জি.এম জাকির হোসেন, গাজী আবুল বাশার, তুষার দাস, বিধান চন্দ্র ঘোষ, সোহাগ আহমেদ, দীপক রায়, দীপক সরদার, রুহুল আমীন, এস.এম মামুনুর রশিদ, জয়ন্ত রায়, গাজী সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পী। বিবৃতি নেতৃবৃন্দ বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারনে এভাবে একজন সাংবাদিককে প্রকাশ্যে মারপিটের চেষ্টা ও জীবন নাশের হুমকি দাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানিয়েছেন তারা।