ইউনিক ডেস্ক : খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর এশটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার নামাজ বাদে আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দেয়ানা কৃষি কলেজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, ফারুক হাসান হিটলু, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, আড়ংঘাটা ইউনিয়ন চেয়ারম্যান এস এম ফরিদ আখতার, ফেরদৌস সর্দার, মফিজুর রহমান জিবলু মোড়ল, আসাদুজ্জামান রাসেল, আড়ংঘাটা ইউপি প্যানেল মেয়র চেয়ারম্যান-১ মোঃ সোহেল সরদার, নূর হাসান জনি, আড়ংঘাটা ইউপি সদস্য আল আমিন শেখ, রাজু আহমেদ, রাজাউর রহমান প্রিন্স, এম রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান কামাল, নজরুল ইসলাম নবী, ইব্রাহিম মোড়ল, কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জানাজার নামাজ পড়ান মরহুমের মেজ ভাই আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মোদাচ্ছের হোসেন।
॥ নগর স্বেচ্ছাসেবক লীগ ॥
এদিকে সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল।
॥ খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ॥
সুমনের পিতার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নিয়ামুল হোসেন কচি, আজিজুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, শাহজালাল মোল্লা মিলন, হাসান আল মামুন, আবুল বাশার, শেখ জুয়েল, শেখ রাসেল, জি এম দুলাল এম দুলাল ও রোমনিয়া।