এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯ মার্চ দলিতের আয়োজনে ও একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় স্পন্সর শিশুদের স্কুল ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল কুমার মন্ডলের সভাপতিত্বে ও স্পন্সরশীপ অফিসার হান্না সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাগরদাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা।