ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বুধবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি বিকল হওয়ায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে প্রায় আড়াই শ’ যাত্রী। নির্ধারিত সময়ের মধ্যে খুলনাগামী ৪টি ট্রেন যশোর জংশনসহ বিভিন্ন স্টেশনে অপেক্ষমান রাখা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বিকাল ৪টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি শিরোমনি এলাকায় পৌছালে পাওয়ার বগি (নং-৭৪০৭) এর ৪টি ব্রেক ভ্যান (স্প্রিং) কয়েল ও টাই রড ভেঙে গেলে সেটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে ট্রেনটি সেখানেই দাড়িয়ে থাকায় সিডিউল অনুযায়ী অন্য কোন ট্রেন খুলনায় ঢুকতে পারেনি। বেজেরডাঙ্গা রেলস্টেশনের সহকারী মাস্টার মোঃ মঈন বলেন, সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ায় খুলনাগামী রূপসা, বেতনা, মহানন্দা এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান করে রাখা হয়েছে। ইতোমধ্যে বিকল হওয়া বগির মেরামতের কাজ শুরু হয়েছে। রাত আনুমানিক ৯টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।