সাতক্ষীরা : সাতক্ষীরায় মাটি ভর্তি ট্রলি চাপা পড়ে দুই ভাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে শহরের অদূরে তালতলা হাই স্কুলের সামনে সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে ।
নিহত ভাটা শ্রমিকরা হলেন, সাতক্ষীরা শহরের বকচরা গ্রামের আব্দুস সামাদের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও একই এলাকার ইস্রাপ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,
মনিরুল ও মোহাম্মদ আলী সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার একটি ভাটায় শ্রমিকের কাজ করতো। শনিবার ভোরে তারা বাড়ি থেকে বাই সাইকেলে চড়ে ভাটায় কাজ করতে যাচ্ছিল। পথিমধ্যে শহরের তালতলা হাই স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রলি তাদের দুইজনকে চাপা দেয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।