ইউনিক প্রতিবেদক:
সাতক্ষীরা হতে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত দশটায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীনকে ০২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ সূত্র জানায়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাতক্ষীরা জেলার সদর থানাধীন খানপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দলটি সাতক্ষীরা জেলার সদর থানার খানপুর গ্রামস্থ নির্ণমানাধীন হযরত হাসান-হুসাইন (রাঃ) জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পারানোর চেষ্টাকালে আসামী মোঃ জয়নাল আবেদীন(২৭), পিতা-মৃত আঃ রাজ্জাক, মাতা-জাহেরা খাতুন, সাং-রইছপুর, ওয়ার্ড নং-০৭, থানা ও জেলা-সাতক্ষীরা এর হেফাজত হইতে গাঁজা ০২ (দুই) কেজি, মোবাইল-০১ টি, সিমকার্ড-০২ টি, সহ হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।