সাতক্ষীরায় র‌্যাবের হাতে প্রতারক চক্রের এক সদস্য আটক

প্রকাশঃ ২০২১-১০-২৬ - ১৫:০৯

বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা হতে প্রতারক চক্রের ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ বাজার এলাকা হতে প্রতারণার অভিযোগে আসামী হীরন কুমার মন্ডল (৩৫), পিতা- চন্দ্র কান্ত মন্ডল, সাং- মুন্সিগঞ্জ (ধানখালী), ওয়ার্ড নং-০২, ইউনিয়ন- মুন্সিগঞ্জ, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে আটক করে। আটককৃত হীরন ভূয়া সার্টিফিকেট দেখিয়ে চাকুরী নিয়োগকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জালিয়াতীর মাধ্যমে সরকারী দলিল, নিয়োগপত্র প্রস্তুত করতঃ খাঁটি হিসেবে ব্যবহার করে প্রতারনা করে আসছে। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি জাল আইডি কার্ড, ০১টি জাল এইচএসসি মার্কসিট, যা পুরাতন ও ফটোকপি করা, ০৩টি জাল নিয়োগপত্র, ০৬ টি সহকারী শিক্ষক নিয়োগ ২০১১ এর মৌখিক পরিক্ষার ফরম, ০২টি অগ্রণী ব্যাংক লিঃ এর চেক বই, ১০টি সিভি ও ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন ও নগদ ২,২০০/-(দুই হাজার দুইশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

আটককৃত আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়।