সাতক্ষীরার ভোমরায় ১৫ পিচ স্বর্ণের বারসহ আটক ২

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ২০:২৯

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে সোনা পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কাষ্টমস থেকে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিচ স্বর্নের বার। সোমবার বিকেলে ভোমরা স্থল বন্দর কাষ্টমস হাউজে এ ঘটনাটি ঘটে।
আটক দুই যাত্রী হলেন, আবদুল বায়েজিদ (১৮) ও মো. আলামিন (৩১)। তারা নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়া ও পডিপাড়া গ্রামের বাসিন্দা।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাবার লক্ষ্যে কাস্টমস চেকপোস্টে আসা দুই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পায়ে পরা জুতার মধ্য থেকে উক্ত স্বর্নের বারগুলো জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।
সদর থানার ওসি মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। আটককৃতদের থানায় আনার প্রস্তুতি চলছে।