সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন রমজান মাসকে সামনে রেখে কৃত্রিম সংকট এড়াতে এবং সাতক্ষীরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের একটি টিম ভোমরা স্থলবন্দরের তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মজুদকৃত পন্য রমজানের আগেই বাংলাদেশের বিভিন্ন বাজারে বিপননের নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার ভোমরা স্থলবন্দরের বিভিন্ন পেয়াজের গুদামে এ অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান, র্যব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব, ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল আমিন এ সময় বলেন, গোডাউনে পেয়াজ মজুদ রেখে রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির একটি চেষ্টা চলছে। যার ফলে খোলা বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই খবরে বন্দরের বিভিন্ন গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে ব্যবসায়ীদের রমজানের আগেই মজুদকৃত পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মজৃদকৃত পণ্য বাজারে বিপননের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শুভ ট্রেডার্স এর মারিক বিকাশ মন্ডলকে ১০ হাজার টাকা, এস.আর এন্টারপ্রাইজের মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকা ও নুর এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজের আমদানী বন্ধ হয়ে যাওয়ায় এতে অস্থিরতা বেড়েছে বন্দর এলাকার ব্যবসায়ী ও আমদানীকারকদের মাঝে। ইতোমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূনাফা পাবার আশায় পেঁয়াজের মজুদ করে রেখেছে। ফলে দেশের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকা স্বত্তেও সিন্ডিকেটের কারণে বেড়েছে পেঁয়াজের দাম।