সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন- রুপিয়া খাতুন, রোকেয়া, আবু তাহের, আবদুর রহিম, রেহেনা বেগম, আলিমুদ্দীন, শাহরুখ খান, আজিজুর রহমান, জিয়ারুল ইসলাম, জুনাইদ, এনায়েতুর রহমান, মাহবুবুর রহমান, জুবায়ের, সুফিয়া খাতুন, রাশিদা বেগম, গুলশান আরা, সুমাইয়া বিবি ও সালমা খাতুন। বিজিবির হিজলদী বিওপি’র কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, ভোরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদেরকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।