সাতক্ষীরা প্রতিনিধি : ক্রেতা সেজে কৌশলে একটি অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার ও একই এলাকার আজমির শেখের ছেলে আকবর শেখ। র্যাব-৬ এর লে.কমান্ডার জাহিদুল ইসলাম জানান, আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছে থেকে একটি অস্ত্র কিনবার ভান করে র্যাব সদস্যরা খুলনা থেকে তাদের পিছু নেয়। পরে সাতক্ষীরা শহরের নারকেলতলায় এলে তাদেরকে একটি দোনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়। অস্ত্রসহ আটককৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ বলেন, এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি মো.আব্দুল মতিন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।