পি.কে. পাল, সাতক্ষীরা : সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০ জুলাই থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকাদান কর্মসূচি। আগামী ২৪ জুলাই রোজ শনিবার সকাল হতে যথারীতি আবারও চালু হবে টিকাদান কর্মসূচি। দ্বিতীয় দফায় সাতক্ষীরাতে ৪২ হাজার ডোজ টিকার বরাদ্দ আছে। জেলায় ১৯ জুলাই পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি টিকা।আরও বাকি রয়েছে ২৫ হাজার ৪৬ টি টিকা। আর প্রথম দফায় জেলায় টিকা দেওয়া হয় ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টি।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে১০ হাজার ৮০০ টি টিকার মধ্যে প্রদান করা হয়েছে ৬০৬৯ টি ডোজ। আর বাকি আছে ৪৭৩১ টি ডোজ।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা বরাদ্দ হয়েছে ৫৬০০টি, দেবহাটায় ৩২০০ টি,কালিগঞ্জে ৫৮০০ টি,কলারোয়ায় ৪৮০০ টি,শ্যামনগর ৫৮০০ টি,তালায় ৬০০০ টি টিকা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, ঈদ উপলক্ষে ৪ দিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। ২৪ জুলাই শনিবার হতে যথাযথ সময়ে টিকাদান কর্মসূচি চালু হবে।