সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় একটি বাড়তে গোপন বৈঠক চলাকালে পুলিশ ৮ জন জামাত-বিএনপি কর্মীকে আটক করেছে। এ সময় ওই বাড়ি তল্লাশী করে লাল কসটেপ দিয়ে মোড়ানো জর্দ্দার কৌটা সাদৃশ্য ০৪ টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে সাতক্ষীরা সদর থানায় ওই ৮ জন সহ অজ্ঞাতনামা ১৩০ জন জামাত বিএনপি নেতা-কর্মীকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
সতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শহরের কামালনগর এলাকায় আনোয়ার হোসেন চান্দুর বাড়িতে জামাত/বিএনপির ১২০/১৩০ জন নেতাকর্মী সমাবেত হইয়া নাশকতা মূলক কর্মকা- চালানোর পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত – বিএনপির নেতাকর্মী দৌড়ে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল হইতে ৮ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তাদের রুম তল্লাশী করে লাল কসটেপ দিয়ে মোড়ানো জর্দ্দার কৌটা সাদৃশ্য ৪ টি ককটেল বোমা উদ্ধার করে। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে (সাতক্ষীরা থানার মামলা নং- ৪০, তারিখ- ২৫/১২/২০১৭, ধারা- )১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালে বিষ্ফোরক উপাদানাবলী আইনে ৩/৪/৬ মামলা দায়ের করা হয়েছে।