সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

প্রকাশঃ ২০২১-০২-১২ - ১৬:৪২

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ইঞ্জিনভ্যান উল্টে রাস্তার পাশে পানিতে পড়ে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বিসিক এর পাশে পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। নিহতের নাম শেখ হাফিজুল ইসলাম (৫৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী তাপিলা খাতুন (৫৫) ও তাদের প্রতিবেশী ছায়রা খাতুন (৪৮) আহত হয়। এদের মধ্যে তাপিলা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছায়রা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নিহতের ছোট ভাই শেখ আজহারুল ইসলাম জানান, তার ভাই শেখ হাফিজুল ইসলাম সহ তাদের প্রতিবেশী দুই মহিলা রাতে বাড়ি থেকে সাতক্ষীরায় আসছিলেন। প্রতিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বিসিক এর পাশে পেট্রোল পাম্পের কাছে পৌছালে একটি দ্রুত গতির ট্রাক তাদের ইঞ্জিনভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শেখ হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।