সাতক্ষীরায় পুলিশের বাজার মনিটরিং

প্রকাশঃ ২০২৩-০৩-২৫ - ১৩:১৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বাজার মনিটরিং শুরু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানা পুলিশ শহরের বড়বাজারে বাজার মনিটরিং করেন। মাছ, মাংস, শসা, খিরাই, তরমুজ,বেগুন,কাচামরিচ ও মুদি দোকানে সরকারী নির্ধারিত মূল্যে পন্য বিক্রির জন্য দোকানিদের নির্দেশনা দেন। সরকারী নির্ধারিত গরুর মাংসের কেজি ৬৪০ টাকা নির্ধারন করা হলেও সাতক্ষীরার বড় বাজারে ৭‘শত টাকা বিক্রি করায় মাংস ব্যবসায়ীদের কড়া হুশিয়ারী দেন পুলিশ কর্মকর্তারা। এসময় সরকারী মূল্য টানানোর জন্য নির্দেশ দেয়া হয়। বাজার মনিটরিং এ অংশ নেন সাতক্ষীরা সদর সার্কেল এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি (তদন্ত) নজরুল ইসলাম। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, রমজান জুড়ে সাতক্ষীরার শহরের বড় বাজার সহ সদর থানার সকল হাটবাজারের পুলিশের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারী নির্ধারিত মূল্যের বাইরে যেন কোন ব্যবসায়ী অধিক মুনাফা নিয়ে ক্রেতাদের ঠকাতে না পারে।