সাতক্ষীরায় ব্যস্ত সময় পার করছে কামারেরা

প্রকাশঃ ২০২১-০৭-১৪ - ১৯:৩৯

পি কে পাল, সাতক্ষীরা : আগামী ২১ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। এটি বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বড় উৎসব। এই ঈদে অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। তাই করোনা মহামারী প্রতিরোধের মধ্যেও ঈদুল আযাহা সামনে রেখে কুরবানির সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরা সদরের কামার শিল্পে নিয়োজিত কারিগররা। কাঠ কয়লার দগদগে আগুনে লোহা পুড়িয়ে পিটিয়ে তৈরি করছে সব ধরনের ধারালো সব অস্ত্র সামগ্রী। তবে তাদের মধ্যে এসব তৈরিতে এখনো আধুনিকতার তেমন কোনো ছোঁয়া লাগে নি।এই শিল্পের এক কারিগর পরিমল কর্মকার বললেন, এবছর কাঠের কয়লার দাম বেশি হওয়ায় এসব দ্রব্য মূল্যের দাম কিছুটা বেশি। তাছাড়া প্রায় সারা বছর তাদের তেমন কাজ থাকে না।প্রতিবছর কুরবানী ঈদের আগে কাজ বৃদ্ধি পায়।তবে গত বছরের মতো এই বছরে ও করোনা মহামারি কারণে আগের মতো আর কাজের চাপ নেই। তবে ঈদেরর আর বেশি দিন বাকি না থাকায় জমে উঠেছে দা,কাঁচি, হাসুয়া,কোপা, ছুরি চাপাতির বেচা-কেনা।