পি. কে. পাল সাতক্ষীরা : জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার যাবে না।এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ টা থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত ২য় সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে গ্রাম ও মহল্লার ভেতর সবজি ও মাছের বাজার গুলোতে সরকারের এই নির্দেশনা খুব একটা মানতে দেখা যাচ্ছে না। মানুষ অপ্রয়োজনেই ঘর থেকে বের হচ্ছে। বিভিন্ন বাজারে গাদাগাদি করে দাঁড়িয়ে বাজার করছে। এমনকি মাক্স ব্যবহার করছেন না অনেকে। শনিবার সকালে সাতক্ষীরার সুলতানপুর বাজারে গিয়ে দেখা যায় মানুষ গিজগিজ করছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অনেকে মাক্স ও পরছে না।
আবার যারা বাজারে যাচ্ছেন তাদের সবাই বাজার করছেন না। অকারণেই বাজারের ভেতর ও রাস্তায় ঘোরাঘুরি করছেন।