সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১৪:৪২

সাতক্ষীরা প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরায় পাঠ্য পুস্তক দিবস-২০১৮ উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম, সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এদিকে, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ৩১ লাখ ৬৩ হাজার ৯৯০ পিচ পাঠ্যপুসÍকের চাহিদার বিপরীতে ২১ লাখ ৪২ হাজার ২২৮ পিচ বই বিতরন করা হচ্ছে।
অপরদিকে, প্রাথমিক বিদ্যালয়ের ২৩ লাখ ৮হাজার ৭৫৩ জন শিক্ষার্তীর বিপরীতে ১০ লাখ ২৩ হাজার ৬২১ পিচ বই বিতরন করা হচ্ছে।