সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল, বসতবাড়ি দখল দোকানপাট নদী খাল দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলদেশের একটি ঐতিহ্যবাহি সংগঠন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ শেখ ফজলুল হক মনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। গত ৩০.১১.১৪ তারিখে বাংলদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ঠ কমিটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক নির্বাচিত হন আব্দুল মান্নান। এই কমিটির মেয়াদ তিন বছর দুই মাস অতিক্রান্ত হলেও জেলা যুবলীগের সম্মেলন না দিয়ে আব্দুল মান্নান গায়ের জোরে এই কমিটি চালিয়ে যাচ্ছেন। আ্হবায়ক নির্বাচিত হওয়ার আগে তিনি বহুবার দল থেকে বহিস্কার হয়েছিলেন। এরপর আহবায়ক নির্বাচিত হওয়ার পর জেলায় তিনি একের পর এক জমি দখল চাঁদাবাজি নদী দখল ভুমি দখলসহ নানা অপকর্মে জড়িত। তিনি বিভিন্ন থানায় যুবলীগের কমিটি বিক্রি করে চলেছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, তার কোন বৈধ ব্যাবসা নেই। বর্তমানে তিনি যে বাড়িতে বসবাস করছেন সেটি একটি আলিশান বাড়ি। সেটাও একটা প্রতিবন্ধির জায়গা দখল করে তৈরি করা। মেয়াদ উর্ত্তির্ন জেলা আহবায়ক কমিটি বিলুপ্তি ও দখলবাজ মান্নানের হাত থেকে জেলা যুবলীগকে রক্ষা করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম, শেখ সফি উদ্দিন, কাজী আক্তার হোসেন, জিয়াউর বিন যাদু শেখ আসাদুজ্জামান লিটু প্রমুখ।