সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসকের মোস্তাক আহমেদ।
সোমবার সকাল ১০ টার সময় সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ঘুষ দূর্নীতি অনিয়মসহ সকল ধরনের অপরাধ থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। আমরা কেউ ঘূষ দূর্নীতি করব না এবং কাউকে করার সুযোগ দেবনা।
তিনি ইসলামের দৃষ্টি দিয়ে এবং স্ব স্ব ধর্মের নিয়ম নীতি মেনে চলা, মাদক এর বিরুদ্ধে সোচ্চার হওয়া, চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম প্রতিরোধ করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়া এবং মানুষ মানুষের প্রতি সহপ্রুভূতিশীল হওয়া ও গরীব আর ধনীদের মধ্যে থেকে বৈষম্য দূর করার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পৌরসভার নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা সহকারী ভুমি অফিসার অতীশ সরকার, কৃষি অফিসার মনির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশং কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা মহিলা বিষক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি আনোয়ার জাহিদ তপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাতক্ষীরা সমন্বয়ক ইমরান হোসেন, পৌর বিএনপির আহবায়ক শের আলী, শিক্ষক নেতা আব্দুল আল মামুন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আক্তারুজজামান, বল্লি ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায় এর জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ সহ শিক্ষক, জনপ্রতিনীধি এবং সুশীল সমাজ এর ব্যক্তিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।