সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার

প্রকাশঃ ২০২৪-১০-০২ - ১৬:৫৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবি ক্যাম্পের দুরবর্তী পুজামন্ডপ গুলোর আইন শৃঙ্খলা-রক্ষায় বেইজ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আশরাফুল হক জানান, আজ ২ অক্টোবর থেকে আগামী ০৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মের শারদীয় দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিদিন সকাল ৮টা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিলোমিটারের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায়-২০ টি এবং কলারোয়া উপজেলায়-২০ টি মোট ৪০টি পূজামন্ডপের সার্বিক নিরপত্তায় বিজিবি টহলদলকে ০২টি টাক্সফোর্সে বিভক্ত করে ০২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ০৪টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ এলাকায় আইন-শৃঙ্খলায় ও জনমনে আস্থা মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে।