সাতক্ষীরা : সাতক্ষীরায় অভিযান চালিয়ে এক হাজার ১শ’ ২২ পিস ভারতীয় শাড়িসহ ২৮ লাখ ৭৮ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১শ’ ২২টি ভারতীয় শাড়ি, ৯০ কেজি চা, ১৩৫ কেজি রসুন, ৩০০ পিস সাবান, ৪ হাজার পিস মিনি শ্যাম্পু জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িতদের আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।