ইউনিক ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতটি সোনার বারসহ জুয়েল হোসেন (৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার উপজেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। জুয়েলের কাছ থেকে জব্দ করা সোনার বারের ওজন ৮২৯ দশমিক ২৭ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
শনিবার দুপুরে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পক্ষে বলা হয়, বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার নির্দেশনায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত চৌকির (বিওপি) একটি বিশেষ টহল দল উথলী মোল্লাবাড়ির মোড়ে বিশেষ অভিযান চালায়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো বিভিন্ন আকারের সাতটি সোনার বারসহ চিহ্নিত সোনা পাচারকারী জুয়েলকে আটক করা হয়। জব্দ করা সোনার বারের ওজন ৭১ ভরি।
মোহাম্মদ সাইফুল ইসলামের বলেন, ‘জব্দ করা সোনার বারগুলো শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল। আটক জুয়েলের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে ‘