রাজীব চৌধুরী,কেশবপুর : যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন শাখা কৃষকলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সাতবাড়িয়া ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সভা কক্ষে ০৩ রা সেপ্টেম্বর বৃহস্পতিবার। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,সাধারণ সম্পাদক রমেশ দত্ত,সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার।পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জি.এম. হোসেন এবং পরিচিতি সভাটি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দীন মোড়ল। পরিচিতি সভায় আরও উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ মশিয়ার রহমান দফাদার,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান,আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, ইউপি সদস্য মাষ্টার কামরুজ্জামান টিটো সহ প্রমুখ।গত ২৭ শে ফেব্রুয়ারি২০২০খ্রিস্টাব্দে মোঃ নওশের আলীকে আহবায়ক ও মোঃ সিরাজুল ইসলাম,মোঃহাফিজুর রহমান,মনিরুজ্জামান,জাহিদুল ইসলাম কে যুগ্ন আহবায়ক করে মোট ২২ জন সদস্য বিশিষ্ট সাতবাড়িয়া ইউনিয়ন শাখা কৃষকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারনে আহবায়ক কমিটির পরিচিতি সভাটি বিলম্বে অনুষ্ঠিত হয়।