সাধারণ ছুটি বাড়লো ৩০শে মে পর্যন্ত

প্রকাশঃ ২০২০-০৫-১৩ - ১৯:৫৭

ঢাকা অফিস : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। করোনাকালে সাধারণ ছুটির মেয়াদ ৩০শে মে পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৩ই মে) সন্ধ্যায় ডিবিসি নিউজকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তবে, ছুটি চলাকালীন চলবে না গণপরিবহণ। এমনকি ঈদের আগের চারদিন, ঈদের দিন এবং পরের দুইদিন যানচলাচল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজর রাখবে আইন শৃঙ্খলাবাহিনী।

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মাচারিদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ছুটির সময় জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

এর আগে, করোনার প্রাদুর্ভাবে প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে ১৬ই মে পর্যন্ত করা হয়।