ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ফুলতলা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফুলতলা বাজারস্থ প্রেমা গ্রাউন্ড চত্বরে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য ইঞ্জিঃ মনির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, কামরান হাসান, ইদ্রিস আলী মোল্যা, মোঃ হায়দার ভুইয়া, মোঃ মাসুদ করিম, মোঃ আয়ুব আলী, মোঃ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম জমাদ্দার, কবির জমাদ্দার, রাজা জমাদ্দার, ইকবাল জমাদ্দার, শেখ আবজাল হোসেন, আনিছুর রহমান পলাশ, মোশারফ হোসেন বিপ্লব, ইকবাল খান, ইসমাইল মোল্যা, যুবনেতা রবিউল ইসলাম রবি, শাহীন আজাদ, তুহিন খন্দকার, হুসাইন মোঃ মহাসিন, মোতাহার হোসেন কিরণ, শরিফুল ইসলাম মিকু, মাহমুদ হাসান বাদল, জাহিদুল ইসলাম লাভলু, ইলিয়াজ ভুইয়া, জাকারিয়া হোসেন, হাসান শেখ, সালাহউদ্দিন ফকির, শিমুল হাওলাদার, সিরাজুল ইসলাম গাজী, নাজমুল খান, আঃ রহমান, আলিমুল হোসেন লাভলু, খান জিয়াউর রহমান, আলামিন গাজী, বেগ হাফিজুর রহমান, মোঃ সেলিম হোসেন, জবেদ বেগ, সোহেল বাচ্চু, হামিম জমাদ্দার, সৈকত হাসান, ইনামুল কবির, হিরণ শেখ, শামীম শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মেঝবা উদ্দিন।