সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশঃ ২০১৯-০৩-২০ - ১৮:২০

ঢাকা অফিস : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তার ছেলে নাজমুল হাসান পাপন বলেন, শুদ্ধ রাজনীতি ও জনগণের ভালোবাসার প্রতীক ছিলেন জিল্লুর রহমান। ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।  এরপর, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান।

প্রয়াত এই রাষ্ট্রপতি কিশোরগঞ্জের কুলিয়ারচর আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯৬ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলে দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ই মার্চ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।