খুলনা : খুলনায় পবিত্র ঈল-উল-আযহার প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকলে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে পবিত্র ঈল-উল-আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে খুলনা টাউন জামে মসজিদে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল আটটায় ও নয়টায় খুলনা টাউন জামে মসজিদে পরপর দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩১ টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে এবং স্থানীয় মসজিদসমূহে মসজিদ কমিটি ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।