ইউনিক ডেস্ক : এমএস সার্টিফিকেট আনা হলো না গোপালগঞ্জের মেধাবী শিক্ষার্থী আফসানা মিমির (২৬)। সার্টিফিকেটটিই যেন তার জন্য কাল হয়ে গেছে।
রবিবার মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় গোপালগঞ্জের ইমাদ পরিবহনের সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে গোপালগঞ্জ শহরের হীরাবাড়ি রোডস্থ তাদের বাসাসহ আশপাশ এলাকা।
মিমির মা কানিজ ফাতেমা কেঁদে কেঁদে বলছিলেন, ‘পিতৃহারা মেয়ে দু’টোকে ছোট বেলা থেকে অনেক কষ্টে বড় করেছি। তাদেরকে লেখাপড়া করিয়েছি, কিন্তু সার্টিফিকেটটাই যেন ওর কাল হয়ে গেল।’
আফসানা মিমি সম্প্রতি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে এমএস করেছেন। এদিন ভোরে তার মা ও ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা তাকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সম্মুখ থেকে তাকে ইমাদ পরিবহনের বাসে উঠিয়ে দেন। এমএস সার্টিফিকেটটি আনতে গোপালগঞ্জ থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার যাওয়ার কথা ছিল। মিমির পিতা আবু হো মোস্তফা কামাল একটি সরকারি কর্মকর্তা ছিলেন। দুই মেয়েকে ছোট রেখেই তিনি মারা যান।