সাহিত্য মানে সৃষ্টি,সাহিত্য মানে ভালোবাসা
সাহিত্য মানে হৃদয়মাঝে অতৃপ্ত মনের আশা।
সাহিত্য হলো মনগঙ্গার তোলা জল,
সাহিত্যই মাথা উঁচু করে বেঁচে থাকার বল।
সাহিত্য মানে অপেক্ষা, অনিশ্চিত পরিণতি
সাহিত্য তেমনই হবে,যেমন তার স্রষ্টার মতি।
সাহিত্য মানে এলোমেলো ছড়ানো কিছু কথা,
তাতেই হয়তো লুকিয়ে থাকে স্রষ্টার মনের ব্যথা।
একবার তা হৃদয়ে নিলে কঠিন খুব ভোলা,
কমেডি হোক বা ট্রাজেডি, মনে লাগে দোলা।
ইংরেজি সাহিত্য সমৃদ্ধ বটে,বাংলা ঠুনকো নয়
একাকীত্বে সঙ্গ দেবে,দূর করবে ভয়।
সাহিত্য মানে মনের অজান্তে অনেক স্বপ্ন সৃষ্টি,
সাহিত্য মানে লিখতে বসা, রোদ হোক বা বৃষ্টি।
সাহিত্য মানে বেঁচে থাকা, সাহিত্য মানে ব্যক্তিত্ব,
সাহিত্যই হয়ে উঠুক আমার অস্তিত্ব।
লেখিকাঃ জেমিমা সাহা দিয়া
বাজুয়া, দাকোপ, খুলনা।