রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে সোমবার পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মুফতী কামরুল আনোয়ার নাঈম। কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, গর্ভানিং বডির সদস্য আব্দুল মতলেব বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ ও শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক আলফাজ উদ্দিন। অনুষ্ঠান শেষে হাম, নাত, গজল ও নবীজী (সঃ) জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।