সেলিম হায়দার, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদী থেকে নূর হোসেন (৪৫) নামের এক জলদস্যুর লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়। সাতক্ষীরার জেলেদের ভাষ্য, নূর হোসেন সুন্দরবনের জলদস্যু নূর বাহিনীর প্রধান। তাঁর বাড়ি জেলার কলারোয়া উপজেলায়।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, টাকা ভাগাভাগি নিয়ে বাহিনীর সদস্যদের সঙ্গে জলদস্যু নূর হোসেনের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নূর হোসেন। পরে তাঁর লাশ চুনকুড়ি নদীতে ফেলে পালিয়ে যায় বাহিনীর সদস্যরা। ওসি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।