বিশেষ প্রতিবেদক : সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোংলার সুন্দরবনের বরইতলা খাল থেকে নিহত জেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জেলে নিখিল শিউলি (৬০) বাগেরহাটের ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজার সংলগ্ন পিসি ডেমা পশ্চিম পাড়ার হরশিত শিউলির ছেলে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বরইতলা ক্যাম্প সংলগ্ন বরইতলা খাল থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলে নিখিল শিউলির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা খালের চরে লাশ পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গত ৮ সেপ্টেম্বর বনবিভাগের কাছ থেকে এক সপ্তাহের পাস নিয়ে নিখিল ৯ সেপ্টেম্বর কাকড়া ধরতে বনের গহীনে যান। ফিরে আসার সময় প্রচন্ড বাতাসে তার নৌকা ও গায়ের/শরীরের পলিথিন উড়ে যায়। ফলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন তিনি। নৌকা চালিয়ে/বেয়ে আসার সময় বৈঠা হাতে তিনি খালে পড়ে যান। পানিতে পড়ে ডুবেই তার মৃত্যু হয়েছে, কারণ লাশের হাতে বৈঠা ধরা ছিল। তারপরও লাশের ময়না তদন্তের জন্য বিকেলেই মর্গে পাঠানো হয়েছে।